তুরষ্ক কর্মকর্তারা জানিয়েছেন যে, তুরষ্কের একটি প্রশিক্ষনরত সৈ্ন্য বাহি্নী, ইরাকের উওরাঞ্চলে ইসলামিক স্টেইট এর জঙ্গিদের সাফল্যজনক ভাবে পরাহত করতে পেরেছে।
কর্মকর্তাদের মতে বৃহস্পতিবার নিনেভা প্রদেশের বাশিকা সামরিক ঘাটিতে সংঘর্ষের সময় অন্তত পক্ষে ১৭ জন ইসলামিক স্টেইট এর জঙ্গি নিহত হয়েছে।
ইরাকের কেন্দ্রীয় সরকার, যাদের কিনা ওই এলাকায় উপস্থিতি খুব একটা নেই, তারা তুরষ্কের পক্ষ থেকে এই সৈ্ন্য মোতায়নের বিরুদ্ধে প্রবলভাবে আপত্তি জানিয়েছে।