অ্যাকসেসিবিলিটি লিংক

লিবীয় সংঘাতে তুরস্কের অবস্থান 


লিবীয় সংঘাতে জাতীয় ঐক্য সরকারের শরিক হিসাবে তুরস্ক সংঘাতে জড়িয়ে পড়েছেI অন্যদিকে লিবিয়ার পূর্বাঞ্চলীয় লৌহমানব, জেনারেল খলিফা হাফতারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে রাশিয়া, মিশর ও সংযুক্ত আরব আমিরাতI দুটি পক্ষ অক্টোবর মাসে এক যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে, যাতে ২০২১ সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধার্য্য হয়I
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী, হুলুসি আকার সম্প্রতি ত্রিপোলি সফর কোরে জাতীয় ঐক্য সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেনI তিনি হুশিয়ার করে দেন, পূর্বাঞ্চলীয় কমান্ডার যদি তাঁর বাহিনী লক্ষ্য করে হামলা চালান,তবে তা কঠোর হস্তে দমন করা হবেI

জেনারেল হাফতার বলেছেন, "আমাদের ভূমিতে বিদেশী শক্তির উপস্থিতি থাকলে, সেখানে শান্তি আসতে পারে না"I

XS
SM
MD
LG