অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র কেনো বিশ্বব্যাপী মানবাধিকার লংঘন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে: টম মালিনোওয়াস্কি


tom
tom

যুক্তরাষ্ট্র কেনো বিশ্বব্যাপী মানবাধিকার লংঘন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে। যুক্তরাষ্ট্রের সহকারী পররাস্ট্রমন্ত্রী টম মালিনোওয়াস্কির এই পলিসি ব্রিফে সেই প্রশ্নের উত্তর রয়েছে।

টম মালিনোওয়াস্কি বলেন, “আমরা যখন বিশ্বব্যাপী মানবাধিকার লংঘন বিষয়ে গুরুত্ব দেই তখন আমরা তা বন্ধ করার আশা নিয়ে তা করি। সারা বিশ্বের অগনিত সাধারন মানুষের, মর্যাদা ও সম্মানের সঙ্গে বাঁচার আকাংখার সাথে আমরা একমত। আমরা আরো শান্তিপূর্ন একটি বিশ্ব গড়তে চাই। সংঘাত ও অস্থিতিশীলতা নিরসনে এবং অভ্যুত্থান ও সরকার পতন এবং চরম জঙ্গীবাদের ক্রমবৃদ্ধি বন্ধে এবং বিশ্বের সব ধরনের সমস্যা ও সংকট যা আমাদেরকে বিপর্যস্ত করে, তা নিরসনে আমরা সরকার সমূহ ও তাদের নাগরিকদের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করতে চাই। এটি পরিস্কার যে, যে সকল দেশে গনতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার রয়েছে; যে সকল দেশ বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা’কে সম্মান করে; সেসব দেশে ঐ ধরনের সমস্যা ও সংকট কম হবার কথা। সুতরাং মানবাধিকার নিশ্চিত করার কাজ হচ্ছে আসল কাজ; আর আমরা আমাদের নিজেদের স্বার্থেই সারা বিশ্বের মানুষের সঙ্গে; যারা শান্তি, স্থিতি ও আইনের শাষনের প্রতি সম্মান দেখাতে চান, তাদের সঙ্গে তা ভাগভাগি করতে চাই”।

যুক্তরাষ্ট্র কেনো বিশ্বব্যাপী মানবাধিকার লংঘন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে
please wait

No media source currently available

0:00 0:01:22 0:00

XS
SM
MD
LG