অ্যাকসেসিবিলিটি লিংক

জরুরি ব্যবহারের জন্য ভারতে দুটি ভ্যাকসিনের অনুমোদন 


ভারত, রবিবার জরুরি ব্যবহারের জন্য দুটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে I এর একটি হচ্ছে ASTRA ZENECA ও অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রস্তুতকৃত এবং দ্বিতীয়টির প্রস্তুতকারক হচ্ছে ভারত বায়োটেক I দুটি ভ্যাকসিনই ভারতে উৎপাদন করা হবে এবং দুটিই নিরাপদ বলে জানানো হয়েছে I

টুইটার মারফত ভারতের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী বলেন, ভারতবাসী আজ গর্বিত হবেন,কারণ অনুমোদিত দুটি ভ্যাকসিনই ভারতে প্রস্তুত করা হবে I ভারত, বিশ্বের সবচাইতে বৃহৎ ভ্যাকসিন কর্মসূচি নিতে চলেছে, শনিবার যার মহড়া সম্পন্ন হয় I

XS
SM
MD
LG