অ্যাকসেসিবিলিটি লিংক

টাইফুন মাংখুটের আঘাতে ভূমিধ্বসে ফিলিপিন্সে বহু মানুষ নিখোঁজ


Rescuers search for people trapped in a landslide caused by Typhoon Mangkhut at a small-scale mining camp in Itogon, Benguet, in the Philippines, September 17, 2018.
Rescuers search for people trapped in a landslide caused by Typhoon Mangkhut at a small-scale mining camp in Itogon, Benguet, in the Philippines, September 17, 2018.

ফিলিপিন্সের ছট্টো একটি শহরের মেয়র বলেছেন তিনি ৯৯ শতাংশ নিশ্চিত যে টাইফুন মাংখুটের আঘাতে ভূমিধ্বসে যারা নিখোঁজ হয়েছেন তারা প্রাণ হারিয়েছেন।

ফিলিপিন্সের প্রধান দ্বীপ লুজনের উত্তরাঞ্চলের প্রান্তে ইটোগোন শহরে ধংসস্তুপ থেকে ১১জনের দেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ঘন্টায় ২৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ টাইফুন মাংখুট যখন আঘাত হানে, লুজনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফিলিপিন্সে এখন মৃতের সংখ্যা ৫৪ থেকে বেড়ে দাড়াল ৬৫তে।

ইটোগোনের মেয়র ভিক্টোরিও পালাংডান বলেছেন যারা প্রাণ হারিয়েছেন তারা ছিলেন খনিশ্রমিক ও তাদের পরিবারবর্গ। তারা খনিশ্রমিকদের থাকার একটি সাবেক বাড়ি যেটিকে ছোট গীর্জা বানানো হয়েছে সেটিতে আশ্রয় নিয়েছিলেন। আশংকা করা হচ্ছে যে অন্তত ৪০জন যারা নিখোঁজ তারা বেঁচে নেই।

XS
SM
MD
LG