অ্যাকসেসিবিলিটি লিংক

ক্ষমতাসীন উগান্ডার প্রেসিডেন্ট ইউওয়েরি মুসেভেনিকে নির্বাচনে বিজয়ী ঘোষণা


তিরিশ বছর ধরে ক্ষমতাসীন উগান্ডার প্রেসিডেন্ট ইউওয়েরি মুসেভেনিকে এ সপ্তার নির্বাচনে আজ বিজয়ী ঘোষণা করা হয়। তিনি প্রায় ৬১ শতাংশ ভোট পেয়েছেন।

মুসেভেনির নিকটতম প্রতিদ্বন্দ্বি কিজা বেসিগাই ৩৫ শতাংশ ভোট পেয়েছেন এবং অন্য প্রার্থী আমামা এমবাবাজি পেয়েছেন ১.৪ শতাংশ ভোট।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান ,যিনি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন, বলছেন নিবন্ধনকৃত ভোটদাতাদের ৬৩ শতাংশ ভোট দিয়েছেন। চূড়ান্ত ফলাফল ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগে , ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন এক বিবৃতিতে বলেন যে রাজনৈতিক চালচিত্রে ক্ষমতাসীন National Resistance Movement এর আধিপত্য নির্বাচনী প্রচার অভিযানের নিরপেক্ষতা বিনষ্ট করেছে এবং নির্বাচনের দিন এবং তার পরবর্তী দিনগুলোতে রাষ্ট্রপক্ষের লোকেরা ভোটদাতা এবং প্রার্থি উভয়ের জন্য একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।

XS
SM
MD
LG