অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা ঊহানে তাঁদের কাজ শুরু করেছেন


বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা চীনের ঊহানে দু সপ্তাহর কোয়ারান্টিন শেষে আজ থেকে কভিড ১৯ এর উৎপত্তির বিষয়ে তাঁদের সন্ধান কাজ শুরু করছেন। আজ বিকেলে হোটেল থেকে বেরিয়ে এই আন্তর্জাতিক দলটি বাসে আরোহণ করেন। আন্তর্জাতিক তদন্তের আহ্বান চীন মাসের পর মাস নাকচ করে দেওয়ার পর শেষ পর্যন্ত গবেষকদের সেখানে যাবার ব্যাপারে এখন তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। আশা করা হচ্ছে, এই অনুসন্ধানকারী গবেষকদের দল কয়েক সপ্তাহ ধরে গবেষণা ইনস্টিটিউট, হাসপাতাল এবং সেই বাজার যেখানে প্রথম এই ভাইরাসের সন্ধান পাওয়া যায় সেখানকার লোকজনের সাক্ষাৎকার নেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই কার্যক্রমের উদ্দেশ্য, এই মাহমারির জন্য কাউকে দায়ী করা নয়, শুধু এটা বের করা যে কি ভাবে এই মহামারি শুরু হয়, যাতে করে ভবিষ্যতে এ ধরণের রোগ বিস্তারের মোকাবিলা করা যায় এবং আরও ভাল ভাবে প্রতিরোধ করা যায়।

২০১৯ সালের শেষের দিকে এই নতুন করোনাভাইরাস দেখা যায় চীনের ঊহানে এবং তার পর থেকে এটি বিশ্বব্যপী ছড়িয়েছে যাতে দশ কোটিরও বেশি লোক সংক্রমিত হয়েছে, মারা গেছে প্রায় একুশ লক্ষ লোক। ১২০টিরও বেশি দেশ এই ভাইরাসের উৎপত্তির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এবং অনেকেই চীনকে এই বলে দোষারোপ করেছে যে, এর সংক্রমণ রোধে চীন পর্যাপ্ত কিছু করছে না।

XS
SM
MD
LG