অ্যাকসেসিবিলিটি লিংক

বরিস জনসনের ভাই সাংসদ না থাকার ঘোষনা দিয়েছেন


ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আজ আবার নতুন করে পরাস্ত হন যখন তাঁর ভাই জো জনসন, জুনিয়র মন্ত্রী এবং সাংসদ হিসেবে পদত্যাগের ঘোষণা দেন। এক টুইট বার্তায় জো জনসন বলেন, তিনি তাঁর পরিবার এবং ব্রিটেনের মধ্যে সংঘাতের কারণেই পদত্যাগ করছেন। তবে এটা এখনো পরিস্কার নয় যে জো জনসন অবিলম্বে সংসদ সদস্যপদ ত্যাগ করবেন কিংবা আর নির্বাচনে দাঁড়াবেন না।

তাঁর এই পদত্যাগের ঠিক আগেই তাঁর ভাই, প্রধানমন্ত্রী রক্ষনশীল দল থেকে ২১ জন বিধায়ককে বহিস্কার করেন। ৩১ শে অক্টোবরের মধ্যে চুক্তি সহ কিংবা চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে বের করে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর কৌশল নিয়ে তাঁর রক্ষনশীল দল এখন বিভক্ত।

বরিস জনসন গতকাল আরেকবার হোঁচট খেলেন যখন হাউজ অফ কমনস এ রকম এক পদক্ষেপের পক্ষে ভোট দেয় যার ফলে ৩১ শে অক্টোবরের মধ্যে ই.ইউ পরিত্যাগের ব্যাপারে কোন চুক্তি না হলে, এই সময় সীমা আরো তিন মাস বাড়িয়ে দিতে ই,ইউকে বলতে সরকারকে বাধ্য করা হবে।

গত দু'দিনে জনসন তৃতীয়বারের মতো বড় রকমের পরাজয়ের সম্মুখীন হলেন।

XS
SM
MD
LG