অ্যাকসেসিবিলিটি লিংক

লন্ডনে হামলাকারী দুইজনের নাম ঘোষণা করেছে পুলিশ


ব্রিটিশ পুলিশ লন্ডনে শনিবারের সন্ত্রাসী হামলা চালায় যে তিন হামলাকারী, তাদের মধ্যে দুইজনের নাম ঘোষণা করেছে।

এদের একজন হচ্ছে খুররাম বাট। ২৭ বছর বয়সী বাট বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। তিনি অনেক বছর ধরে পূর্ব লন্ডনে বসবাস করছিলেন। বাট ব্রিটিশ নাগরিক এবং সে পাকিস্তানে জন্মগ্রহন করে। শিশু অবস্থায় সে বাবা-মায়ের সঙ্গে ব্রটেনে যায়। পুলিশ স্বীকার করেছে যে, বাট সন্ত্রাসবিরোধী কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার কাছে পরিচিত ছিল। কিন্তু কর্মকর্তারা বলছেন, বাট আক্রমণের পরিকল্পনা করছে এমন কোন চিহ্ন ছিল না।

অন্য হামলাকারী হচ্ছে ৩০ বছর বয়সী রাশিদ রেদওয়ান। তিনি নিজেকে একজন মরোক্কান-লিবিয়ান হিসাবে পরিচয় দিত এবং কয়েক বছর ধরে আয়ারল্যান্ডে বসবাস করতো।

সহকারী পুলিশ কমান্ডার মার্ক রাউলি বলেন, দুই বছর আগে বাট সম্পর্কে তদন্ত শুরু হয়। তবে "এই আক্রমণের পরিকল্পনা শুরু হয়েছে, এমন কোন গোয়েন্দা তথ্য ছিল না এবং তদন্তকে সে অনুযায়ী অগ্রাধিকার দেয়া হয়েছে।"

XS
SM
MD
LG