অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেন তাদের জাহাজগুলোকে হরমুজ প্রণালী থেকে দূরে থাকতে বলছে


ব্রিটেন অন্তবর্তী সময়ের জন্য তার জাহাজগুলোকে হরমুজ প্রণালী থেকে দূরে থাকার জন্য সতর্ক করে দিয়েছে।এর ঠিক আগেই ঐ প্রণালীতে ব্রিটিশ মালিকানাধীন একটি তেল-ট্যাংকার ইরানের ইসলামিক রিভ্যুলিউশানারী গার্ড আটক করে।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্রী সরকারের কোবরা জরুরি কমিটির এক জরুরি বৈঠকের পর বলেন,"আমরা ইরানের এই অগ্রহণযোগ্য কর্মকান্ড নিয়ে গভীর ভাবে উদ্বিগ্ন, যা কীনা নৌ চলাচলের স্বাধীনতার বিরুদ্ধে পরিস্কার একটা চ্যালেঞ্জ।

ইরানের সশস্ত্র বাহিনীরই অংশ গার্ড কোরের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরানের নৌচলাচল কর্তৃপক্ষ ব্রিটিশ পতাকাবাহী স্টেনা ইম্পেরো নামের জাহাজটি নৌচলাচলের নিয়ম রক্ষা না করায় সেটিকে আটক করার নির্দেশ দেন।ইরান বলছে ঐ ট্যাংকার এবং তার সব নাবিকদের দেশটির দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসে নিয়ে যাওয়া হয়েছে।

এ দিকে সৌদি আরবগামি স্টেনা ইম্পেরো জাহাজটির মালিকরা বলছেন যে ২৩ জন যাত্রীবাহী এই নৌযানটির সঙ্গে তাঁরা যোগাযোগ করতে পারছেন না।

XS
SM
MD
LG