অ্যাকসেসিবিলিটি লিংক

উজ্জল হচ্ছে ইউক্রেন সংকটের কুটনৈতিক সমাধানের সম্ভাবনা


উজ্জল হচ্ছে ইউক্রেন সংকটের কুটনৈতিক সমাধানের সম্ভাবনা। আর সে সম্ভাবনাকে বেগবান করতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় ইউরোপে মিলিত হচ্ছেন শীঘ্রই।

সৌদী আরব সফর শেষে ওয়াশিংটন ফিরছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী। ইউক্রেনে সেনা অভিযান বা অন্য কোনো উদ্দেশ্য রাশিয়ার নেই, রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভ্রভের এই বক্তব্যের পর আয়ারল্যান্ড থেকে ওয়াশিংটন ফিরে না এসে বিমানের রুট পরিবর্তন করে প্যারিসের দিকে রওনা হন জন কেরী। ল্যাভ্রভের সঙ্গে শিঘ্রই বৈঠকে বসবেন তিনি। রবি বা সোমবার তারা প্যারিস বা অন্য কোথাও বৈঠক করবেন বলে জানা গেছে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইউক্রেন সংকট সমাধানে কুটনৈতিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে টেলিফোনে কথা বলেছেন। উত্তেজনা দূর করা ও আলোচনার জন্য পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে যুক্তরাস্ট্র রাশিযাকে ইউক্রেনের সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়ার আহবান জানিয়েছে।
XS
SM
MD
LG