পূর্বাঞ্চলীয় ইউক্রেইনে দু মাসের কম সময় ধরে ইউক্রেইন সরকার ও রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যেকার যুদ্ধবিরতি কার্যকর হয়েছেI তবে ২০১৪ সালের এপ্রিল মাসে দুটি পক্ষের সংঘাত শুরু হবার পর, দীর্ঘ সময় ধরে পরিস্থিতি শান্ত থাকায়, আশার সঞ্চার হয়েছে, যে চিরস্থায়ী শান্তির হয়তবা সূচনা ঘটবেI
রাশিয়া কর্তৃক ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ কুক্ষিগত করার পর, এই সংঘাতের সৃষ্টি হয়I সংঘাতে সেখানে ১৩,০০০ লোকের মৃত্যু হয়েছেI জুলাই মাসের ২৭ তারিখে যুদ্ধবিরতির ঘোষণা দেবার পর, জাতিসংঘ মানবাধিকার নজরদারি মিশন, পূর্বাঞ্চলীয় ইউক্রেইনের সংঘাত ৫৩% কমে যাওয়ার কথা জানানI