অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেবার আবেদন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব 


জাতিসংঘ মহাসচিব, আন্তোনিও গুতেরেজ যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এবং দুটি দেশকে ২০১৫ সালের পরমাণু আলোচনায় ফিরে যাওয়ার অনুরোধ জানানI

মহাসচিব গুতেরেজ লিখিত বিবৃতিতে জানান, আমি চুক্তির বিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞা তুলে নেবার এবং ইসলামিক রিপাব্লিক অব ইরানের সঙ্গে তেল বাণিজ্যের ছাড় বৃদ্ধির আবেদন জানাচ্ছি এবং এছাড়াও চুক্তির খসড়া মোতাবেক, পরমাণু সম্প্রসারণ যোগ্য নয়, এমন প্রকল্পের ওপর পুরোপুরি ছাড় নবায়ন করার আবেদন জানাচ্ছিI

মহাসচিব বলেন, দুটি পক্ষ JCPOA বা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন পুরোপুরি বাস্তবায়নে সাম্প্রতিক সময়ে যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে তিনি তাতে উৎসাহিত বোধ করছেনI প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে এবং ২০১৮ সালে একতরফা ভাবে নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করলে চুক্তিটি সমূহ বাধার মুখে পড়ে I

এর জবাবে ইরান, তাদের পরমাণু কার্যক্রম আবার শুরু করে এবং ২০১৯ সালের জুলাই মাসে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মৌজুদের মাত্রা বৃদ্ধি কোরে চুক্তির শর্ত ভঙ্গ করে এবং সমৃদ্ধকরণের মাত্রা বহুগুন বৃদ্ধি কোরে ৬০%এ উন্নীত করেI

XS
SM
MD
LG