অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের মোরসির বিরুদ্ধে মৃত্যদন্ডের রায় বহাল রাখায় বান কী মুনের উদ্বেগ


জাতিসংঘের মহাসচিব বান কী মুন বলছেন যে মিশরের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি এবং আরও নব্বই জনের মৃত্যুদন্ড বহাল থাকায় তিনি গভীর ভাবে উদ্বিগ্ন। ২০১১ সালে ব্যাপক ভাবে জেল থেকে বেরিয়ে আসার অপরাধে তাদের এই দন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে মি বানের প্রেস দপ্তর থেকে জানানো হয়, যে কোন পরিস্থিতিতে জাতিসংঘ প্রাণদন্ডের বিরোধী। এতে বলা হয় যে গণবিচারের পর এ ধরণের রায় , মিশরের দীর্ঘ মেয়াদি স্থিতিশীলতার সম্ভাবনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিবৃতিতে মি বান মিশরী কর্তৃপক্ষকে এটা নিশ্চিত করতে বলেন যে আসামি পক্ষ ও যাতে সমস্ত প্রক্রিয়ার সুবিধা আদায় করতে পারে এবং ন্যায় বিচারের নিশ্চয়তা পায়।

যুক্তরাষ্ট্র বলছে যে তারা এই সব শাস্তিতে ভীষণ ভাবে বিচলিত এবং একে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে।

হোয়াইট হাউজের মুখপাত্র বলেছেন যে তারা এই নিয়ে উদ্বিগ্ন যে এই বিচার কাজটি এমন ভাবে পরিচালিত হয়েছে যে এটি যে কেবল সর্বজনীন মূল্যবোধ বিরোধী তা নয় , এটি সকল মিশরবাসীর কাঙ্খিত স্থিতিশীলতাও বিনষ্ট করবে।

XS
SM
MD
LG