যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার বিশ্ব নেতাদের প্রতি যথার্থ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন প্যারিসে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে তারা কতটা অগ্রগতি সাধন করবেন তার মাপকাঠি হবে, জনগনের জন্য কতটা দুর্ভোগ তারা এড়াতে এবং এই গ্রহ তারা কতটা সুরক্ষা করতে পারবেন।
ওবামা বলেন উপস্থিত নেতাদের দেশগুলোর খনিজ নির্ভর জ্বালানির গ্যাস নির্গমন কমানোর এবং বিশ্ব উষ্ণায়ন কমানোর অভিন্ন লক্ষ্য অর্জনের জরুরী প্রয়োজন রয়েছে। তিনি এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও অন্যান্য কিছু দেশের অগ্রগতির কথা উল্লেখ করেন।
সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেন বিশ্বে বিপজ্জনকভাবে বাড়তে থাকা তাপমাত্রা কমিয়ে আনতে বিশ্ব নেতাদেরকে আরও দ্রুত ব্যবস্থা নিতে হবে।