অ্যাকসেসিবিলিটি লিংক

উগান্ডায় সহিংসতা বৃদ্ধি ও মানবাধিকার লংঘনে জাতিসংঘের উদ্বেগ 


জাতিসংঘের কর্মকর্তারা, উগান্ডায় বর্ধিত হারে সহিংসতা, বহু মানবাধিকার লংঘন ও বিরোধী নেতা ও সমর্থকদের ওপর সরকারি নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেছেন I

জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্রী, রাভিনা শামদাসানি বলেন, মানবাধিকার পরিস্থিতির অবনতির কারণে জনগণ ভোট দিতে আস্থা হারাতে পারেন I তাই তাঁর আশংকা যে, ভোট-পর্বের পরেও সেখানে সহিংসতা অব্যাহত থাকতে পারে I

নভেম্বরের মাঝামাঝি, দুজন বিরোধী প্রেসিডেনশিয়াল প্রার্থী, ববি ওয়াইন এবং প্যাট্রিক অবৈ আমুরিয়াতের গ্রেফতার ও আটক, সমগ্র দেশজুড়ে প্রতিবাদ ও দাঙ্গার সূত্রপাত ঘটায় I এসব সহিংসতায় অন্ততঃ ৫৪ জনের মৃত্যু হয়েছে I

XS
SM
MD
LG