অ্যাকসেসিবিলিটি লিংক

আই এ ই এ বলেছে ইরান তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে


আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রধান, সোমবার বলেছেন যে, ইরান পারমানবিক অস্ত্র তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে-- সেই অভিযোগ, জাতিসংঘ যে দীর্ঘদিন ধরে তদন্ত করে দেখছে, তাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

ইউকিয়া আমানো বলেছেন তিনি আই এ ই এ’র বোর্ডের কাছে তার ইরান সফর সম্পর্কে রিপোর্ট পেশ করেছেন। ইরান সফরে অন্তর্ভুক্ত ছিল পার্চিন সামরিক স্থাপনা যা কিনা তদন্তের একটা প্রধান বিষয় ছিল।

আমানো বলেছেন তার সফরের আগে পার্চিন থেকে পরিবেশ সংশ্লিষ্ট নমুনা নেওয়া হয়। এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত ছিল ইরানী প্রতিনিধিদের তোলা নমুনা। তিনি বলেন যে অনেক সময় আই এ ই এ দেশগুলোকে অনুমতি দেয় যাচাই তৎপরতায় অংশ নিতে। তা এমন ভাবে করা হয় যে ওই সংস্থার কাজে ছাড় দেওয়া হবে না।

XS
SM
MD
LG