অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মনস্থির করতে না পারা ভোটার


প্রফেসার পার্থ ব্যানার্জি বলেন , যুক্তরাষ্ট্রের দু’হাজার বারোর প্রেসিডেন্ট নির্বাচন এখন দোরগোড়ায় এসে পৌঁচেছে প্রায় – এখনো অব্দি কিছু লোক কাকে ভোট দেবেন সে ব্যাপারে মনস্থির করে উঠতে পারেন নি । প্রধান দু’ দলের নির্বাচনী প্রার্থী প্রেসিডেন্ট ওবামা ও সাবেক গভর্ণর মিট রমনী এখন এই undecided voter-দের দিকে মনোযোগ নিবদ্ধ করছেন । প্রধানত: এঁরা স্পেনিয় বংশোদ্ভব নতুন ভোটার এবং অন্যান্যের মধ্যে এঁরাও কিছু সংখ্যক কাকে ভোট দেওয়া যায় তা নিয়ে মনস্থির করতে পারছেন না । ডক্টর ব্যানার্জি মনে করেন ঐতিহাসিক ধারাবাহিকতায় কৃষ্নাঙ্গরা সাধারনত: ডেমোক্র্যাট দলিয়দেরকে ভোট দিয়ে থাকেন । তবে কৃষ্নাঙ্গরা এখন সবচেয়ে বড়ো সংখ্যালঘু গোষ্ঠীর অবস্থান থেকে সরে যাচ্ছেন এবং যায়গাটা দখল করছেন স্পেনিয় বংশোদ্ভবরা । ডক্টর ব্যানার্জি মনে করেন এঁদেরই মধ্যে থেকে ঐ ৭/৮ শতাংশ ভোটার ঐ মনস্থির করতে না পারা ভোটারদের শ্রেনীভুক্ত ।
প্রতিবারই এই undecided voter-রা নির্বাচনের প্রান্তদেশে পৌঁছিয়ে এরকমই একটা আলোড়ন সৃষ্টি করে থাকেন , যুক্তরাষ্ট্রে , এবং কারো কারো মতে এমোনটিই তো হওয়া দরকার – কেননা অনেক মনে করেন এই মনস্থির করতে না পারা ভোটারদের কারনেই রাজনীতিতে তৃতিয় মাত্রার অস্তিত্ব প্রয়োজনিয় হয়ে দেখা দিচ্ছে । এই মনস্থির করে উঠতে না পারা ভোটারেরা নির্বাচনের ফলাফল আমূল পাল্টে দিতে পারেন ।
please wait
Embed

No media source currently available

0:00 0:05:07 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG