অ্যাকসেসিবিলিটি লিংক

ভূ-রাজনৈতিক বিরোধে জাতিসংঘকে দুর্বল না করার আহ্বান হাসিনার


প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘকে সঠিক পথে রাখতে 'বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত' একটি রুপরেখা প্রণয়ন করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে নিউইয়র্কে বিশ্বসংস্থার সদর দপ্তরে এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, করোনা ভাইরাস আমাদের দেখিয়ে দিয়েছে উন্নত ও উন্নয়নশীল বিশ্ব সকলের কাছেই জাতিসংঘের প্রয়োজন রয়েছে। আর একারণেই ভূ-রাজনৈতিক বৈরিতা থেকে জাতিসংঘকে দুর্বল করার কোন চেষ্টা মেনে নেয়া যায় না। শেখ হাসিনা বলেন, ‘মহামারিসহ বর্তমান সময়ের নানা সংকট ভিশন ২০৩০ অর্জনকে আরও বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে। এছাড়া এই মহামারি আন্তর্জাতিক পরিমণ্ডলের সংকট সামনে এনেছে। বিশ্বে শান্তি বজায় রাখার পক্ষে বাংলাদেশের অবস্থা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা তার বক্তৃতায় বর্তমানে জাতিসংঘের সব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সবচেয়ে বেশি সদস্য থাকার কথা উল্লেখ করেন। গোলযোগপূর্ণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের ১৫০ শান্তিরক্ষীর জীবন উৎসর্গের কথাও তিনি স্মরণ করেন। শেখ হাসিনা বলেন, কোভিড উন্নয়ন লক্ষ্য অর্জনকে চ্যালেঞ্জিং করেছে। একই সঙ্গে এই মহামারি দেখিয়েছে, বহুপাক্ষিক প্রচেষ্টাই সামনে এগিয়ে যাবার পথ। এ কারণে অতীতের যেকোনো সময়ের চেয়ে জাতিসংঘের প্রয়োজন বেশি।

please wait

No media source currently available

0:00 0:01:33 0:00
সরাসরি লিংক


করোনা মহামারির কারণে জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্ব নেতৃবৃন্দ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না। সবাই নিজ নিজ দেশ থেকে ভার্চুয়াল পদ্ধতিতে অংশ নেবেন। ২৬শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে অন্যান্য বিশ্ব নেতাদের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।

XS
SM
MD
LG