অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পুনর্বাসন কর্মসূচির ব্যাপারে আশাবাদী শরণার্থী বিষয়ক হাইকমিশনার 


শরণার্থী বিষয়ে জাতিসংঘের হাইকমিশনার, ফিলিপো গ্রান্ডি বলেছেন, যুক্তরাষ্ট্রের আশ্রয়নীতি নিয়ন্ত্রণহীন এবং তাঁর সংস্থা সেখানে আরো কার্যকর, আরো সংবেদনশীল অভিবাসন ব্যবস্থার ক্রমোন্নতিকে সমর্থন করবেI ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে, হাই কমিশনার গ্রান্ডি বলেন, অভিবাসন সংস্কার একটি জটিল কাজ, তবে বাইডেন প্রশাসন সংস্কারের যে উদ্যোগ নিয়েছেন, তাতে তিনি উৎসাহিত বোধ করছেন, কারণ আগেকার ট্রাম্প প্রশাসন পুনর্বাসন প্রক্রিয়াকে সীমিত করেছিলI

হাইকমিশনার গ্রান্ডি বলেন, এই জটিল প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত পার্শ্ববর্তী দেশের শরণার্থীরা, যারা তাদের দেশের সহিংসতা, দমননীতি ও বৈষম্য থেকে পালিয়ে বাঁচতে যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে পাড়ি জমানI তাই এই প্রক্রিয়ায় গুরুত্ব দিতে হবে হণ্ডুরাস, এল সালভাদোর, গুয়াতেমালা ও মেক্সিকো'র মতো দেশের প্রতিI

যুক্তরাষ্ট্রে অনুমোদনকৃত শরণার্থীদের সংখ্যা ২০১৬ সালের ৮৫,০০০ থেকে ২০২০ সালে ১৮,০০০ এ নেমে যায়I বাইডেন প্রশাসন এ বছর যে সংখ্যা ৬২,৫৫০তে উন্নীত করে, যা পরবর্তীতে আরো উন্নীত করে ১,২৫,০০০ করা হবেI

XS
SM
MD
LG