কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকান্ডের পরে মানবিক সাহায্য-সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রমের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং অভিবাসন সংস্থা আইওএম বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। আইওএম বলেছে, ইতিমধ্যে তারা ১০ লাখ ডলারের রিলিফ সামগ্রী বিতরণ করেছে। কিন্তু এই মুহুর্তেই আইওএম’এর জরুরি ভিত্তিতে প্রয়োজন দুই কোটি ডলার।
এদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের পরে সাহায্য-সহযোগিতার ক্ষেত্রে তাদের তীব্র আর্থিক সংকটের কথা জানিয়েছে। সংস্থাটি বলেছে, ইউএনএইচসিআর ২০২১ সালের রোহিঙ্গা সহায়তার ২৯ কোটি ৫০ লাখ ডলার আন্তর্জাতিক সহায়তা চেয়েছিল। কিন্তু এ পর্যন্ত পাওয়া গেছে প্রতিশ্রুতির মাত্র ১৬ শতাংশ। এ অবস্থায় সোমবারের প্রাণঘাতি এবং ধ্বংসাত্মক অগ্নিকান্ড বিদ্যমান অর্থ সংকটকে আরও প্রকট করবে এবং পরিস্থিতি সংকটাপন্ন হবে। এমত পরিস্থিতিতে ইউএনএইচসিআর বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছে সহায়তার আবেদন জানিয়ে বলেছে, এর ফলে জরুরিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদান যেমন সম্ভব হবে এবং সংস্থাটির আর্থিক সক্ষমতাও বাড়বে।
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ফলে ক্ষয়ক্ষতি ও ভয়াবহতার বিবরণ দিয়ে আইওএম মহাপরিচালক এ্যন্তোনিও ভিতোরিনো বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকান্ডে রোহিঙ্গাদের মানবিক সহায়তার ক্ষেত্রে এক বড় ধরনের সংকট ও ধাক্কার মুখোমুখি করেছে।