অ্যাকসেসিবিলিটি লিংক

ইউনিসেফের সতর্কবার্তা:ঈদুল আযহার সময়ে পাকিস্তানে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে পারে।


করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের অর্জনকে জাতিসংঘ প্রশংসা করেছে কিন্তু সতর্ক করে দিয়েছে যে এ নিয়ে আত্মতুষ্ট হলে আসন্ন ঈদুল আজহা উৎসবের সময়ে এই রোগ সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই সতর্ক বার্তার ঠিক একদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন যে তাঁর দেশ হচ্ছে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে যারা প্রধানত এই রোগ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের অর্জনকে জাতিসংঘ প্রশংসা করেছে কিন্তু সতর্ক করে দিয়েছে যে এ নিয়ে আত্মতুষ্ট হলে আসন্ন ঈদুল আজহা উৎসবের সময়ে এই রোগ সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই সতর্ক বার্তার ঠিক একদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন যে তাঁর দেশ হচ্ছে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে যারা প্রধানত এই রোগ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।

২২ কোটি লোকের ঐ দেশটিতে ফেব্রুয়ারি মাস থেকে সংক্রমণ শুরু হয় এবং এ পর্যন্ত সেখানে দু লক্ষ পঁচাত্তর হাজারেরও বেশি লোক সংক্রমিত হয়েছেন যাদের মধ্যে প্রায় ৫,৯০০ জন মারা গেছেন। প্রায় ৯০% রোগিই সুস্থ্য হয়ে উঠেছেন এবং গত মাস থেকে সেখানে কভিড ১৯ ‘এর সংক্রমণ কমে এসছে। মঙ্গলবার সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা বলেন গত ২৪ ঘন্টায় সেখানে ৯৩৬ জন নতুন করে সংক্রমিত হয়েছেন এবং মারা গেছেন ২৩ জন। এর ফলে সেখানে এই রোগ সংক্রমণের সংখ্যা ৮৬ শতাংশ কমে এসছে।

অবশ্য পাকিস্তানে ইউনিসেফের প্রতিনিধি আইডা গির্মা বলছেন উন্নতির সব রকমের সংকেতই আশাপ্রদ তবে এটাকে নিয়ে বিজয় উদযাপন করার সময় এখনও আসেনি। তিনি ঈদের আগে রোগ প্রতিরোধ ব্যবস্থা দ্বিগুণ করতে পরামর্শ দেন যাতে কভিড ১৯ প্রতিরোধে পাকিস্তানের সাফল্য কোন ভাবেই নষ্ট না হয় ।

XS
SM
MD
LG