অ্যাকসেসিবিলিটি লিংক

তাবারে ভাসকেস, উরুগোয়ায়ের নতুন প্রেসিডেন্ট হলেন


Uruguay's elected President Tabare Vazquez speaks to the media after arriving to participate in a ceremony where President Mujica will receive the Uruguayan flag on the last working day of his term in Montevideo, Feb. 27, 2015.
Uruguay's elected President Tabare Vazquez speaks to the media after arriving to participate in a ceremony where President Mujica will receive the Uruguayan flag on the last working day of his term in Montevideo, Feb. 27, 2015.

পচাত্তর বছর বয়স্ক ক্যানসার চিকিৎসক তাবারে ভাসকেস, উরুগোয়ায়ের নতুন প্রেসিডেন্ট হলেন রবিবার। এই দ্বিতীয়বারের মত তিনি ওই পদে অধিষ্ঠিত হলেন। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি উরুগোয়ায়ের প্রেসিডেন্ট ছিলেন। দক্ষিণ আমেরিকার ওই দেশে কোন প্রেসিডেন্ট পর পর দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেননা। প্রেসিডেন্টের মেয়াদ ৫ বছর।

মি: ভাসকেস উরুগোয়ায়ের নেতৃত্ব নিলেন জনপ্রিয় হোসে মুহিকার কাছ থেকে। মি: মুহিকা একজন সাবেক গেরিলা যোদ্ধা যিনি তাঁর সাদামাটা জীবনযাত্রার জন্য সুপরিচিত ছিলেন।

প্রেসিডেন্ট মুহিকা এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ভাসকেস উভয়ই Broad Front Coalitionএর সদস্য। ওই কোয়ালিশন প্রায় এক দশক ক্ষমতায় আছে।

XS
SM
MD
LG