অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া এডওয়ার্ড স্নোডেনকে এক বছরের অস্থায়ী আশ্রয় দিয়েছে



ওবামা প্রশাসন বলছে রাশিয়া যে যুক্তরাষ্ট্রে্র গোপন তথ্য ফাঁসকারী পলাতক এডওয়ার্ড স্নোডেনের অস্থায়ী আশ্রয় নিশ্চিত করেছে তাতে তারা চরমভাবে হতাশ হয়েছে।

স্নোডেন মস্কো বিমান বন্দর প্রায় একমাস অবস্থানের পর বৃহস্পতিবার বিমান বন্দর ত্যাগ করে। তার আইনজীবি বলছে তাকে একবছরের আশ্রয় দেওয়া হয়েছে এবং তাকে গোপন একটি স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

স্নোডেনের রাশিয়ান আইনজীবি জানিয়েছেন যে নতুন পরিবাশের সংগে নিজেকে মানিয়ে নেওয়ার পর স্নোডেন সংবাদ মাধ্যমের সংগে কথাবার্তা বলার পরিকল্পনা করছেন।

হোয়াইট হাউজের মুখপাত্র যে কার্ণি বৃহস্পতিবার বলেন, আগামি মাসে মস্কোতে প্রেসিডেণ্ট ওবামা এবং ভ্লাদিমির পুটিনের মধ্যে যে আলোচনার কথা রয়েছে সেটা তারা পূনর্মূল্যায়ন করবেন। তিনি বলেন, স্নোডেনের বিচার আমেরিকায় করার জন্য তাকে ফিরিয়ে আনার অনুরোধ ক্রেমলিন প্রকাশ্যে এবং একান্ত আলোচনায় উপেক্ষা করেছে।
XS
SM
MD
LG