অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান ও ৬ জাতি বিশ্ব শক্তির মধ্যকার সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে আজ সেনেটে পর্যালোচনা চলবে


ইরান ও ৬ জাতি বিশ্ব শক্তির মধ্কার সম্ভাব্য পরমাণু চুক্তি পর্যালোচনার সুযোগ কংগ্রেসকে দেওয়া নিয়ে প্রণীত একটি আইন প্রস্তাব কেন্দ্রীক আলোচনা যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভায় আজ মঙ্গলবার অব্যাহত রইবে বলে স্থির রয়েছে।

আইন প্রস্তাবটি সেনেটের ভোটাভুটিতে এবং তার পর প্রতিনিধি পরিষদের ভোটে পাশ হতে হবে অবশ্যই এবং এর পর সেটা যাবে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্টের পক্ষ থেকে আভাস মিলেছে ওটায় সই তিনি করবেন।

প্রতি ৬ মাস অন্তর ইরানের পরমানূ কর্মসূচী সম্পর্কে কংগ্রেসকে অবহিত করবেন মি:ওবামা-আইন প্রস্তাবে এ আহ্বানও জানানো হয়েছে।কংগ্রেসে ভোটাভুটি করে চুক্তি বাকায়দা অনুমোদন করতে হবে- এতে এমোন কোনো বিধান নেই।

XS
SM
MD
LG