যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য এবং গোটা দক্ষিনাঞ্চল জুড়ে উপর্যুপরি শীতকালীন ঝড়ে অপ্রস্তুত অবকাঠামোর মধ্যে বাসিন্দারা টিকে থাকার চেষ্টা করছেন। টেক্সাস অঙ্গরাজ্যের প্রায় চল্লিশ লক্ষ মানুষ অস্বাভাবিক ঠান্ডার মধ্যে বিদ্যুৎ বিহীন অবস্থায় ছিলেন। সেখানে কোন কোন এলাকায় তাপমাত্রা সেলসিয়াসে হিমাংকের নীচে ৮ ডিগ্রিতে নেমে যায়।
টেক্সাসের প্রায় ৭০ লক্ষ লোক যারা কীনা সেই রাজ্যের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ, তাদেরকে সরকার কলের পানি ফুটিয়ে খেতে বলেছে, কারণ সেখানকার পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেখানকার বাংলাদেশী আমেরিকানদের অবস্থা জানতে গত বৃহস্পতিবার মুছা ছালে নাদিম ও অসীম কুমার ঘোষ এবং শনিবার অলি মোহাম্মদের সঙ্গে ভার্জিনিয়া থেকে কথা বলেন ভয়েস অফ আমেরিকার তাওহীদুল ইসলাম।