অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা এখন ইটালিকে ছাড়িয়ে গেছে


ব্রিটেনে করোনাভাইরাসে সনাক্ত রোগীর প্রাণহানির সংখ্যা সম্পর্কে হাল নাগাদ সরকারি হিসেবে দেখা যাচ্ছে সেখানে এই সংখ্যা ৩২ হাজারেরও বেশি যা কীনা ইটালিকেও ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পরই করোনাভাইরাস আক্রান্তের হিসেবে এখন ব্রিটেনের অবস্থান। সেখানকার জাতীয় সংখ্যাতত্ত্বের দপ্তর এবং স্থানীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া ‍নতুন করে আক্রান্তের এই হিসেব সরকারের দৈনিক হিসেবের মধ্যে নেই। সরকারি হিসেবে প্রাণহানির সংখ্যা এখন ২৯,৪২৭। এই সংখ্যাও ইটালির চেয়ে বেশি।

গতকাল ইটালি জানায় যে সেখানে করোনার কারণে মোট ২৯,৩১৬ জন প্রাণ হারিয়েছে। তবে তা যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানির সংখ্যার চেয়ে কম। যুক্তরাষ্ট্রে সর্বসাম্প্রতিক হিসেবে মৃতের সংখ্যা ৭১,০০০ ছাড়িয়ে গেছে। মোট আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ চার হাজারেরও বেশি। তবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক র‌্যাব আন্তর্জাতিক ভাবে তুলনা করার বিপক্ষে কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন ভাবে মৃতের সংখ্যা গণনা করা হয়। তিনি ডাউনিং স্ট্রিটের সংবাদ সম্মেলনে বলেন, আমরা এখন যে উপাত্ত প্রকাশ করি তাতে সব রকমের পরিস্থিতিতে এ রোগে সব মৃত্যুর সংখ্যা দিয়ে থাকি যা অন্যান্য দেশগুলো করে না। র‌্যাব এই প্রাণহানিকে বিশাল এক দুঃখের ঘটনা বলে উল্লেখ করেন এবং বলেন, এই পরিমাণে মৃত্যু তাঁর দেশ আগে কখনো দেখেনি। মঙ্গলবারের হালনাগাদ করা হিসেবে দেখা যাচ্ছে যে ২৪শে এপ্রিল পর্যন্ত ব্রিটেনে ৩২,৩১৩ জন মারা গেছেন, যা কীনা ইউরোপে সবচেয়ে বেশি প্রাণহানি।

XS
SM
MD
LG