অ্যাকসেসিবিলিটি লিংক

বারাক ওবামা আগামি মাসে কিউবায় যাবেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ এই খবরটি নিশ্চিত করেছেন যে কিউবার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে এবং কিউবার জনগণের জীবনের মান উন্নয়নের প্রচেষ্টা নিতে তিনি আগামি মাসে কিউবায় যাবেন। টুইটারে ওবামা ঐ কমিউনিস্ট নের্তৃত্বাধীন রাষ্ট্রে মানবাধিকার প্রসঙ্গ উত্থাপন করবেন বলে প্রত্যয় প্রকাশ করেন।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে গত প্রায় ৯০ বছরে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোন ক্ষমতাসীন প্রেসিডেন্টের ঐতিহাসিক এই সফর, যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সম্পর্কের নতুন পথ উন্মোচন এবং আরও সম্প্রসারিত বানিজ্য, ভ্রমণ ও তথ্য প্রাপ্তির ব্যাপারে প্রেসিডেন্টের প্রতিশ্রুতির প্রমাণ। এতে জানানো হয় যে দু'দিনের সফরে ওবামা ২১শে মার্চ কিউবা যাচ্ছেন এবং তারপর তিনি আর্জেন্টিনায় যাবেন।

কিউবার এই সফরের প্রস্তুতিতে বোঝা যায় যে, প্রায় এক বছর পর প্রেসিডেন্ট ওবামা তাঁর পদ থেকে সরে যাওয়ার আগে তিনি এই যুগান্তকারী অর্জনকে এগিয়ে নিতে চান। ২০১৪ সালের ডিসেম্বর মাসে সম্পর্কে এই ঐতিহাসিক উষ্ণতার পর থেকে ওবামা শীতল যুদ্ধের প্রাক্তন এই বৈরিপক্ষের সঙ্গে কুটনৈতিক প্রতিবন্ধকতা ভাঙ্গার ক্ষেত্রে ক্রমশই সাফল্য অর্জন করেছেন।

XS
SM
MD
LG