অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় একটি রাজনৈতিক সমঝোতা না হলে আইএস'কে পরাস্ত করা অসম্ভব, মন্তব্য ওবামার


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বলেছেন যে সিরিয়ায় একটি রাজনৈতিক সমঝোতা না হওয়া পর্যন্ত ইসলামিক স্টেট গোষ্ঠিটিকে পরাস্ত করার প্রচেষ্টা সফল হবে না এবং তিনি মনে করেন না যে এ ধরণের সমঝোতায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় থাকতে দেওয়া উচিৎ হবে।

ফিলিপিন্সে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলনের এক পার্শ্ব বৈঠকে ওবামা এই মন্তব্য করেন।

ওদিকে আসাদ ইটালির রাষ্ট্রীয় টেলিভিশনকে পৃথক এক সাক্ষাৎকারে বলেন যে যতক্ষণ সন্ত্রাসীরা সিরিয়ার একাংশ দখল করে রাখবে গৃহযুদ্ধ বন্ধের জন্য কোন রাজনৈতিক প্রক্রিয়াই শুরু হতে পারবে না। অতীতে সিরিয়ার প্রেসিডেন্ট সন্ত্রাসবাদী বলতে ইসলামিক স্টেটের জঙ্গি এবং পশ্চিম সমর্থিত বিদ্রোহী উভয় দলকেই বুঝিয়েছেন।

আন্তর্জাতিক সম্প্রদায় তিন বছরের ও বেশি সময় ধরে সিরিয়ায় লড়াই বন্ধ করার উপায় বের করার চেষ্টা করে আসছে। এই লড়াইয়ে কমপক্ষে আড়াই লক্ষ লোক প্রাণ হারিয়েছে।

XS
SM
MD
LG