অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া আমেরিকান এক বিনিয়োগকারীকে আটক করেছে


রাশিয়া আমেরিকান এক বিনিয়োগকারীকে আটক করেছেরাশিয়া আমেরিকান এক বিনিয়োগকারী মাইকেল ক্যালভিকে আটক করেছে। মস্কো ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ব্যরিং ভসটক গ্রুপের প্রতিষ্ঠাতাযুক্তরাষ্ট্র নাগরিক ক্যালভিকে জালিয়াতির সন্দেহে আটক করা হয়।
মস্কোর ব্যাসমানি অঞ্চলের এক আদালতের মুখপাত্র জানিয়েছেন বৃহস্পতিবার ক্যালভিনসহ ঐ গ্রুপের আরও সদস্যকে আটক করা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বন্দী রাখা হবে কি না সে সম্পর্কে আজ কোন এক সময় আদালতে সিদ্ধান্ত গৃহীত হবে।

সরকারী আইনজীবীদের অভিযোগ যে ১৯৯৪ সালে ঐ গ্রুপের শীর্ষ অংশীদার ক্যালভি এক তহবিল তৈরি করে ছিলেন এবং তার সহযোগীদের সংগে মিলে কনসার্টের অর্থ থেকে সাঁইত্রিশ দশমিক পাঁচ ডলার চুরি করেছেন। তারা যদি অভিযুক্ত হন তাহ’লে তাদের ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে।

XS
SM
MD
LG