অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা সংস্থা সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের শনাক্ত করতে ব্যর্থ হয়


FILE - Members of the Transportation Security Administration (TSA) check a passenger's bags with N.J. Transit Police to secure mass transit for the Super Bowl XLVIII, in Secaucus, New Jersey, January 31, 2014.
FILE - Members of the Transportation Security Administration (TSA) check a passenger's bags with N.J. Transit Police to secure mass transit for the Super Bowl XLVIII, in Secaucus, New Jersey, January 31, 2014.

যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা সংস্থা TSA’র এক সাম্প্রতিক অডিট নিরীক্ষণে দেখা গেছে ওই সংস্থা, সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট তিয়াত্তর জন কর্মীকে শনাক্ত করতে ব্যর্থ হয়।

যুক্তরাষ্ট্রের Office of the Inspector General এর প্রকাশিত রিপোর্টে বলা হয় যদিও সংস্থার কর্মীদের বিষয়ে তথ্য জানার বহু মাত্রিক প্রক্রিয়া আছে, এবং তা মোটামুটি কার্যকর, TSA’র সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যা প্রয়োজন অর্থাৎ – সন্ত্রাসীদের উপর নজর রাখার তালিকার তথ্য, তা তাদের তাদের কাছে নেই।

রিপোর্টে বলা হয় হাজার হাজার রেকর্ড যা তদন্তের জন্য ব্যবহার করা হয়, তাতে অসম্পুর্ণ বা ত্রুটিপুর্ণ তথ্য রয়েছে।

রিপোর্টে সুপারিশ করা হয় যে TSA’র উচিত নজর রাখার তালিকা সংক্রান্ত তথ্যের জন্য আবেদন জানানো।

XS
SM
MD
LG