অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক ষ্টেট দলের কুখ্যাত 'জঙ্গি জিহাদি' জন নিহত


যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে তারা কুখ্যাত ব্রিটিশ ইসলামিক ষ্টেট দলের জঙ্গি সদস্য জিহাদি জনকে লক্ষ্য করে আক্রমণ চালিয়াছে। বেশ কয়েকটি ভিডিও চিত্রে জিহাদি জনকে পশ্চিমা পণ-বন্দীদের শিরশ্ছেদ করতে দেখ যায়। কর্মকর্তারা বলছেন, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ঐ কুখ্যাত জঙ্গি মোহাম্মাদ এমওয়াজীই কিনা তা তারা এখনও নিশ্চিত করেননি। ইসলামিক ষ্টেট দলের রাজধানী সিরিয়ার রাকায় ড্রোন হামলা চালালে বৃহস্পতিবার জিহাদি জন নিহত হয়।

বেশ কিছু সংবাদ মধ্যমের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা হামলার ব্যাখ্যা দিয়ে বলেছেন যে সুস্পষ্ট ভাবেই এমওয়াজি যখন গাড়ী করে যাচ্ছিলেন তখনই গাড়ী লক্ষ্য করে আক্রমণ চালানো হয় এবং ঐ জঙ্গি প্রাণ হারান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী তিউনিসিয়ায় তার কূটনৈতিক সফরে বলেন কর্মকর্তারা বিমান আক্রমণের ফলাফল খতিয়ে দেখছেন।

XS
SM
MD
LG