যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ দেশের শশস্ত্র নাগরিকদেরকে সেনা নিয়োগ কেন্দ্রসমূহের দিকের নজর রাখার আহবান জানিয়েছে।
উত্তর যুক্তরাষ্ট্রের তেন্নেসী রাজ্যে দুটি সেনা নিয়োগ কেন্দ্রে এক বন্দুকধারীর আক্রমনে ৫ নিহত হওয়ার পর আমেরিকানরা দেশের বিভিন্ন স্থানে সেনা নিয়োগ কেন্দ্রের নিরাপত্তা বিধানে সহায়তার লক্ষ্যে ছুটে যাচ্ছেন।
সরকার চায় অবিলম্বে এ ধরণের ঘটনা বন্ধ করতে। দেশের আভ্যন্তরে সেনা সদস্যরা শশস্ত্র থাকতে পারবে না, গত সপ্তাহের তেন্নসীর ঘটনার পরা, এই সেনা আইন নিয়ে ব্যাপক বিতর্ক ওঠে।