যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিশেষজ্ঞরা সাবধানতার সঙ্গে বিশ্বের সর্ববৃহৎ মুক্ত অর্থনৈতিক চুক্তির প্রতি ক্রমাগত সমর্থন এবং যুক্তরাষ্ট্রের নিকটতম এশীয় মিত্রদের চুক্তিটির প্রতি ঝুঁকির প্রবণতার ওপর দৃষ্টি রাখছেনI
Regional Comprehensive Economic Partnership বা RCEP চুক্তির অন্তর্ভুক্ত দুটি দেশ, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড,র বিশ্লেষকেরা জানান, এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য কল্যাণ ও চ্যালেঞ্জ দুটিই বয়ে আনবে I
২০২০ সালে, ৮ বছরের শলা-পরামর্শের পর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়, যেখানে অন্তর্ভুক্ত রয়েছে আসিয়ানভুক্ত সকল ১০টি দেশ, চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডও দক্ষিণ কোরিয়াI আসিয়ানভুক্ত ২টি দেশ, RCEP চুক্তিটিকেইতিমধ্যেই অনুমোদন করেছেI চুক্তিটি বাস্তবায়নের জন্য প্রয়োজন, আরো ৪টি আসিয়ানভুক্ত ও আসিয়ানভুক্ত নয়, এমন আরো ১টি দেশের সমর্থনI
প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রকে TPP বা TransPacific Partnership চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে RCEP 'র অগ্রযাত্রার পথ প্রশস্ত হয়I
(রয়টার্স
(এপি)