অ্যাকসেসিবিলিটি লিংক

এফবিআই প্রধান বলেছেন ক্লিন্টানের ইমেইলের ব্যাপারে সিদ্ধান্তে কোন পরিবর্তন হয়নি


এফবিআই এর পরিচালক জেম্স কোনি কংগ্রেসকে বলেছেন, হিলারি ক্লিন্টান যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সে সময়ের, তার সঙ্গে সংশ্লিষ্ট ইমেইল মূল্যায়ন করে দেখা গেছে যে অপরাধ মূলক তৎপরতার কোন তথ্য প্রমান নেই। ওদিকে ডেমোক্রাট ক্লিন্টান এবং রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প মঙ্গলবারের নির্বাচনের প্রস্তুতিতে সব শেষ প্রচেষ্টা চালাচ্ছেন।

রবিবার কোমি কংগ্রেস কে লিখেছেন যে তারা জুলাই মাসে পররাষ্ট্র মন্ত্রী ক্লিন্টান সম্পর্কে যে মত প্রকাশ করেছিলেন তা তারা পরিবর্তন করেন নি।

কোমি জুলাই মাসে ঘোষণা করেছিলেন যে ক্লিন্টান যে ব্যক্তিগত ইমেল ব্যবস্থা ব্যবহার করেছিলেন তাতে সতর্কতার অভাব ছিল কিন্তু কোন অভিশংসক ক্লিন্টানের বিরুদ্ধে ফৌজদারী মামলা করবেন না। গত সপ্তাহে কোনি আবার তার ইমেইল খতিয়ে দেখার কথা বলেন যখন সাবেক কংগ্রেসম্যান অ্যানটোনি উইনার এর ল্যাপটপে ক্লিন্টান সংশ্লিষ্ট কিছু ইমেইল পাওয়া যায়। উইনার এর সাবেক স্ত্রী হিলারির এক সহকারী।

আজ ক্লিন্টান মিশিগান, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভেনিয় এবং ট্রাম্প ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া এবং নিউ হ্যাম্পশায়ার রাজ্যে নির্বাচনী প্রচার অভিযান চালাবেন

XS
SM
MD
LG