অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও চীনের তৎপরতা; ফিলিপাইনস কোন পক্ষ নেবে 


বিতর্কিত চীন সাগরে চীন ও যুক্তরাষ্ট্রের বর্ধিত সামরিক উপস্থিতি, বিতর্কের কেন্দ্রস্থলে থাকা ফিলিপাইন্সের জন্য ক্রমশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছেI সমীক্ষকেরা জানান বিগত অর্ধ দশক ধরে ফিলিপাইনস যে নিরপেক্ষ নীতি অনুসরণ করে আসছে, তা হয়তোবা বাধাপ্রাপ্ত হতে পারেI

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী, ১৪ই জুন তাদের ওয়েবসাইট মারফত জানায়, যুক্তরাষ্ট্রের "রোনাল্ড রেগান" নৌবহর, দক্ষিণ চীন সাগরে বর্তমানে সক্রিয় মহড়ায় নিয়োজিত রয়েছেI বহরের জঙ্গিবিমানগুলি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণ যোগ্য ইউনিট'র সমন্বয়ে লক্ষ্যবস্তু আঘাতের মহড়ায় অংশ নিচ্ছেI নৌবাহিনী জানায়, তাদের এই অভিযান, ইন্দো-প্রশান্ত মহাসাগরে তাদের রুটিন মাফিক উপস্থিতিI যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, এসব সামরিক মহড়া বিগত ১০ বছর ধরে ফিলিপাইনসসহ আমাদের এশীয় মিত্রদেশগুলির সহায়তায় পরিচালিত হচ্ছেI

অন্যদিকে চীন, তাদের কৃত্রিম দ্বীপের কাছে সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকায় নজরদারি বৃদ্ধি করেছেI তবে ফিলিপাইনস এক দশক ধরে তাদের জলসীমা সংলগ্ন এলাকায় সমুদ্রে মাটিভর্তির প্রতিবাদ জানিয়ে আসছেI এপ্রিল মাসে ফিলিপাইনস তাদের জলসীমায় নোঙ্গর করা চীনের ২২০টি মৎস ট্রলার লক্ষ্য করে কোস্ট গার্ডের সহায়তায় ৪টি নৌজাহাজ পাঠায়I চীন এর জবাবে, ফিলিপাইন্সের জাহাজগুলিকে ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার চাপ দিতে থাকেI

XS
SM
MD
LG