অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে কভিড টিকা সরবরাহ করবে বলে প্রেসিডেন্ট বাইডেনের আস্থা 


প্রেসিডেন্ট বাইডেন, বুধবার জানান, অত্যন্ত জরুরি ভিত্তিতে প্রয়োজন এমন দেশগুলির জন্য যুক্তরাষ্ট্র করোনা ভ্যাকসিন সরবরাহ করার উদ্যোগ নিচ্ছেI অন্যান্য দেশের প্রতি সহযোগিতার কথা জিজ্ঞাসা করা হলে, প্রেসিডেন্ট বাইডেন বলেন, "আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি, ইতিমধ্যেই অনেকটাই করেছিI আমরা যেসব ভ্যাকসিন ব্যবহার করছি না সেগুলি নিয়ে আমরা ভাবছিI তবে যে ভ্যাকসিন পাঠানো হবে, তা সম্পূর্ণ নিরাপদ কিনা তা যাচাই করেই আমরা সহযোগিতা করতে চাই, যা বিশ্বজুড়ে জনগণের কল্যানে আসবে"I প্রেসিডেন্ট বাইডেন বলেন, বুধবার তিনি কানাডার প্রধানমন্ত্রী, জাস্টিন ট্রুডো'র সঙ্গে এই নিয়ে আলাপ করেছেনI

বাইডেন প্রশাসন, ক্ষুদ্র ও মধ্যবিত্তের দেশগুলির জনগণের সহায়তায় ভ্যাকসিন সরবরাহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত বিশ্ব কোভাক্স টিকা উদ্যোগে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেI

এই কর্মসূচির আওতায়, লক্ষ লক্ষ অ্যাস্ট্রা জেনেকা ভ্যাকসিন এসব দেশগুলিতে সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে, যদিও অ্যাস্ট্রা জেনেকা ভ্যাকসিন যুক্তরাষ্ট্র ও পার্শ্ববর্তী দুটি দেশ, কানাডা ও মেক্সিকোতে এখনো অনুমোদন পায় নি I

XS
SM
MD
LG