অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় শেয়ার বাজার ইতিবাচক হলেও এশিয়ার বাজর মন্দা


শুক্রবার ইউরোপীয় শেয়ার বাজারের শুরুতে ইতিবাচক ভাব লক্ষ্য করা গেলেও এর আগে করোনাভাইরাসের মহামারীর কারণে যে ব্যাপক দরপতন ঘটেছে তা থেকে বেরিয় আসা সহজ নয়।
লন্ডনে দর বেড়েছে ৩দশমিক ৪ শতাংশ, ফ্র্যাঙ্কফুর্ট ২ দশমিক ১ শতাংশ, প্যারিস ২ দশমিক ৪ শতাংশ এবং মিলান ৪ দশমিক৪ শতাংশ।

নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং ব্যাংক অফ জাপান আর্থ ব্যবস্থায় অর্থ জোগান দেওয়ায় যুক্তরাষ্ট্রে সূচক ইতিবাচক হয়ে উঠেছে, ব্যবসা শুরুর পরে লাভের ইঙ্গিত পাওয়া যায়।

১৯৮৭ সালের "ব্ল্যাক সোমবার" দুর্ঘটনার পরে ওয়াল স্ট্রিটের অবস্থা সবচেয়ে খারাপ হওয়ার একদিন পর করোনভাইরাস আতঙ্কের কারণে এশিয়ার শেয়ার বাজারের দর শুক্রবার দ্রুত নামে যায়।

করোনভাইরাসের কারনে ক্রীড়া জগতেও নেতিবাচক প্রভাব পরেছে মার্চমাসের ২২ তারিখে জাপানে অলিম্পিক আকুয়াটিক সেন্টারের যে শুভ উদ্বোধন হওয়ার কথা ছিল টোকিও মেট্রোপলিটন সরকার শুক্রবারতা বাতিল করেছেন।

XS
SM
MD
LG