অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বে মোট ১৩ কোটি ৪৭ লক্ষ লোক করোনায় সংক্রমিত


Coronavirus in US
Coronavirus in US

আজ শনিবার সকালেই জন্স হপকিন্স কভিড করোনাভাইরাস রিসোর্স সেন্টার জানিয়েছে যে, বিশ্বব্যাপী প্রায় ১৩ কোটি ৪৭ লক্ষ লোক কভিড-১৯ ‘এ সংক্রমিত হয়েছে। যুক্তরাষ্ট্রে সর্বাধিক তিন কোটি দশ লক্ষ লোক সংক্রমিত হয়েছে। তার পর ব্রাজিলে এক কোটি তেত্রিশ লক্ষ এবং ভারতে এক কোটি বত্রিশ লক্ষ লোক সংক্রমিত হয়েছে।

ভারতে পর পর পঞ্চম দিনের মতো সর্বোচ্চ সংখ্যক লোক কভিড ১৯ এ সংক্রমিত হয়েছে। আজ শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সেখানে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিন শ’ চুরাশি জন। এ দিকে ব্রিটেনের জরুরি চিকিৎসকরা জানাচ্ছেন যে, তাঁদের বিভাগে এমন প্রচুর রোগী আসছেন যাঁরা বলছেন তাঁদের প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে এবং তাঁরা যে অ্যাস্ট্রা জেনেকা টীকা নিয়েছেন সে নিয়ে তাঁরা উদ্বিগ্ন কারণ এরকম খবর বের হচ্ছে যে, এই টীকা হয়ত কোন কোন ক্ষেত্রে মস্তিষ্কে রক্ত জমাটবাঁধার জন্য মৃত্যুর কারণ হতে পারে।

ইউরোপীয় ইউনিয়ন এ রকম তথ্য ঘোষণার করার পর যে, অ্যাস্ট্রাজেনেকার টীকার সঙ্গে রক্তে জমাট বাঁধার সম্পর্ক রয়েছে বহু দেশই এই টীকা সম্পর্কে নতুন নির্দেশিকা জারি করেছে।

XS
SM
MD
LG