অ্যাকসেসিবিলিটি লিংক

সেনেটর রবার্ট মেনেন্দেজের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ


সেনেটর রবার্ট মেনেন্দেজকে দুর্নিতর অভিযোগে অভিযুক্ত করেছে যুক্তরাস্ট্রের বিচার বিভাগ। ফ্লোরিডার এক চোখের চিকিৎসকের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।

সেনেট ফরেন রিলেশনস কমিটিতে শীর্ষ ডেমোক্রেট এই সেনেটর স্বীকার করেছেন যে, ডা সালোমন মেলগেন স্বাস্থ্য বিভাগ থেকে বিলিং এ সহযোগিতা পেতে তার নাম ব্যাবহার করেছেন। বিনিময়ে ড. সলোমন তাকে বিদেশ ভ্রমনের টিকেটসহ উপহার দেন। মামলায় ঔ চিকিৎসককেও অভিযুক্ত কবরা হয়েছে।

XS
SM
MD
LG