অ্যাকসেসিবিলিটি লিংক

 ইউক্রেন সীমান্ত বরাবর রাশিয়ার সেনা উপস্থিতি বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি 


Zxcvbn
Zxcvbn

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জিলেন্সকি, বৃহস্পতিবার তাদের সীমান্ত বরাবর রুশ সেনা বৃদ্ধির জন্য রাশিয়ার দোষারোপ করেনI যুক্তরাষ্ট্র, ইউক্রেনকে ভয়-ভীতি প্রদর্শনের জন্য রাশিয়াকে হুশিয়ার করে দিয়েছেI কিয়েভ, ২০১৪ সাল থেকে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বিরোধে লিপ্তI এ সপ্তাহেই, রাশিয়ার সেনাবাহিনী কুক্ষিগত ক্রাইমিয়া অঞ্চলে এবং সীমান্তে রুশ সমর্থিত এলাকায় সেনাদের উপস্থিতি বৃদ্ধি করেছেI

বৃহস্পতিবার জিলেন্সকি'র মন্ত্রীরা নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী, লয়েড অস্টিনসহ পশ্চিমি মিত্রদেশগুলির সঙ্গে আলোচনা করেনI প্রেসিডেন্ট জিলেন্সকি, এক বিবৃতিতে বলেন, সামরিক মহড়া এবং সীমান্তজুড়ে সম্ভব্য হুমকি রাশিয়ার ঐতিহ্যগত এক খেলাI তিনি রাশিয়াকে এই হুমকিসুলভ পরিস্থিতি সৃষ্টি করার জন্য দোষারোপ করেনI
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর জানায় যে, তারা পূর্বাঞ্চলীয় ইউক্রেনে রাশিয়ার উস্কানীমুলক পদক্ষেপ সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্নI

XS
SM
MD
LG