অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াশিংটন আলোচনায় যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে ইতিবাচক কুটনৈতিক অগ্রগতি


রবার্টা জেকবসন
রবার্টা জেকবসন

যুক্তরাষ্ট্র এবং কিউবা বলছে, ওয়াশিংটনে দ্বিতীয় দফা বৈঠকে অগ্রগতি হয়েছে।

শুক্রবার, ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্র এবং কিউবার কুটনীতিকদের মধ্যে বৈঠক শুরু হয়। ৫ দশকের বৈরীতার পর কিভাবে দুদেশের মধ্যে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করা যায় তার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। ওয়াশিংটনে কিউবার এবং হাভানায় যুক্তরাষ্ট্রের দূতাবাস কত দ্রুত খোলা যায় তার মধ্যেই শুক্রবারের আলোচনা সীমাবদ্ধ ছিল।

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্টা জেইকবসন বলেছেন, আলোচনা ফলপ্রশু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান বলছেন, এপ্রিলে পানামায় অনুষ্ঠিতব্য অ্যামেরিকা সম্মেলনের আগেই দূতাবাসগুলো কাজ শুরু করবে।

কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার যে পদক্ষেপ প্রেসিডেন্ট ওবামা নিয়েছেন, এই আলোচনা তারই অংশ।

XS
SM
MD
LG