আজ মঙ্গলবার গোটা যুক্তরাষ্ট্র জুড়ে ভোটদাতারা তাদের ব্যালটের মাধ্যমে রায় দিতে চলেছেন যে তারা প্রেসিডেন্ট বারাক ওবামাকেই পুননির্বাচিত করবেন নাকি তার প্রতিদ্বন্দ্বি মিট রমনিকে ।
তবে এই শেষ মুহুর্তে এসেও নির্বাচনের ফলাফল কি হবে সেটা এখনও অনিশ্চিত । দু জন প্রার্থিই প্রায় সমান সমান অবস্থানে রয়েছেন। দেড় বছর ধরে নির্বাচনী প্রচার অভিযান , তিনটি বিতর্ক , বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার এ সব সত্বেও দু জন প্রার্থির ফলাফলে বলা যায় এক ধরণের অচলাবস্থা বিরাজ করছে।
তবে জরিপে এটাও দেখা গেছে যে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক কোন কোন অঙ্গরাজ্যে ওবামা একটু এগিয়ে আছেন । ঐ সব রাজ্যই ফলাফল নির্দিষ্ট করবে। এখানে বলা দরকার ইলেক্টরাল কলেজের মোট ভোট সংখ্যা হচ্ছে ৫৩৮ , জয়ের জন্য প্রয়োজন ২৭০টি ভোট।
তবে এই শেষ মুহুর্তে এসেও নির্বাচনের ফলাফল কি হবে সেটা এখনও অনিশ্চিত । দু জন প্রার্থিই প্রায় সমান সমান অবস্থানে রয়েছেন। দেড় বছর ধরে নির্বাচনী প্রচার অভিযান , তিনটি বিতর্ক , বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার এ সব সত্বেও দু জন প্রার্থির ফলাফলে বলা যায় এক ধরণের অচলাবস্থা বিরাজ করছে।
তবে জরিপে এটাও দেখা গেছে যে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক কোন কোন অঙ্গরাজ্যে ওবামা একটু এগিয়ে আছেন । ঐ সব রাজ্যই ফলাফল নির্দিষ্ট করবে। এখানে বলা দরকার ইলেক্টরাল কলেজের মোট ভোট সংখ্যা হচ্ছে ৫৩৮ , জয়ের জন্য প্রয়োজন ২৭০টি ভোট।