অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকানদের কাবুল বিমানবন্দরে যেতে মানা করছে যুক্তরাষ্ট্র দূতাবাস


 কাবুলে পাহারারত তালিবান যোদ্ধারা, ফাইল ছবি, ১৬ই অগাস্ট, ২০২১ -রয়টার্স
কাবুলে পাহারারত তালিবান যোদ্ধারা, ফাইল ছবি, ১৬ই অগাস্ট, ২০২১ -রয়টার্স

কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাস, শনিবার আমেরিকান নাগরিকদের প্রতি নিরাপত্তা বিষয়ক নতুন একটি সতর্ক বার্তা ঘোষণা করে জানায় যে, তারা যেন যুক্তরাষ্ট্রের সরকারিপ্রতিনিধির পৃথক নির্দেশ ছাড়া, বিমান বন্দরে না যান। হুশিয়ারিতে বিমান বন্দরের ফটকের বাইরে ইসলামিক স্টেট'র সম্ভব্য নিরাপত্তা ঝুঁকির কথা জানানো হয়I জার্মানির দূতাবাস থেকে একই ধরণের হুশিয়ারিতে জানানো হয় যে, তালিবান জঙ্গিরা বর্ধিত হারে ঐ এলাকায় কঠোর নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে।

দ্য এসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা শনিবার জানান, এসব নিরাপত্তা ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী জনগণকে উদ্ধারের জন্য বিমান বন্দরে নিয়ে আসারনতুন পন্থা নিতে বাধ্য হয়েছেনI সূত্রটি জানায়, সম্ভাব্যএকটিসমাধান হচ্ছে নির্দিষ্ট জায়গায় ছোট ছোট গ্ৰুপে জনগণকে জড়ো করা, যেখান থেকে সামরিক বাহিনী তাদের তুলে নিতে পারেI

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইসলামিক স্টেটেরহুমকির বিশদ ব্যাখ্যা দিতে অস্বীকারকরেন, তবে জানান এসব হুমকি তাৎপর্যপূর্ণ , যদিও কোনো হামলার কথা নিশ্চিত করে বলাহয় নিI যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জনগণকে তালিবানের তল্লাশি চৌকির মধ্য দিয়েচলাচলে সুবিধা করে দিতে তাদেরস্থানীয় কমান্ডারদের সঙ্গে যোগাযোগ রক্ষাকরে চলেছেI

XS
SM
MD
LG