অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে আইন পাশ: ইরাকে সামরিক বাহিনী ব্যবহারের অনুমোদন বাতিল


বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরাকে সামরিক বাহিনীর ব্যবহারের অনুমোদন বাতিলের আইন গৃহীত হয়েছে। ২০০২ সাল থেকে এই আইন কার্যকর রয়েছে।

এই পদক্ষেপের সমর্থকরা বলছেন যে প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতা সীমাবদ্ধ করার জন্য এই আইন বাতিল করা প্রয়োজন।

সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বাতিলের পক্ষে সমর্থন জানানোর একদিন পর প্রতিনিধি পরিষদে ২৬৮-১৬১ ভোটে আইন বাতিলের পদক্ষেপটি গৃহীত হয়। চাক শুমার বলেন, এই আইন বাতিল করা হলে "সামরিক অভিযান" বন্ধ করা সম্ভব হবে।২০২০ সালে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুমোদনে বাগদাদ বিমানবন্দরে বিমান হামলা চালানো হয় এবং ইরানের কমান্ডার কাসেম সোলাইমানি ঐ হামলায় নিহত হন।

চাক শুমার বলেন, "ইরাক যুদ্ধ প্রায় এক দশক ধরে চলেছে।২০০২ সালে পাস হওয়া অনুমোদন এখন ২০২১ সালে দরকার নেই।" "শুমার বলেন যে তিনি এই বছরের শেষের দিকে বাতিলকরণের পদক্ষেপের বিষয়ে সেনেটে ভোটের পরিকল্পনা করেছেন, এবং সেনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটি বলেছে যে এটি পরের সপ্তাহে বৈঠকে বিবেচনা করা হবে। হোয়াইট হাউস সোমবার এক বিবৃতিতে বলেছে যে তারা এই আইনটি সমর্থন করেছে এবং জোর দিয়েছে যে বর্তমান সামরিক অভিযানগুলি ২০০২ এর অনুমোদনের উপর নির্ভর করে না।

XS
SM
MD
LG