অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পরমানু চুক্তি বিশ্বের ছ’দেশের সংগে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সংগে নয় মন্তব্য হাসান রুহানীর


ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী বলেছেন যে ইরান তাদের পরমানু চুক্তির বিষয়ে বিশ্বের ছয়টি শক্তিধর দেশের নেতাদের সংগে আলোচনা করছে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সংগ নয়।

মংগলবার ওয়াশিংটনে, প্রেসিডেন্ট বারাক ওবামা একটি বিল সাক্ষরের প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে যুক্তরাষ্ট্র কংগ্রেসে ঐ চুক্তিটি পূণঃবিবেচনা করার সুযোগ থাকবে। দৃশ্যত এর পরপরি বুধবার মিঃ রুহানী ঐ মন্তব্য করেন।

দক্ষিণাঞ্চলের রাসত শহরে হাজার হাজার ইরানী জনগণের সামনে ভাষণ দেওয়ার সময় মিঃ রুহানী বলেছেন, তেহরান পরমানু চুক্তিতে সই করবে না, যতক্ষণ না ইরানের ওপর থেকে একই সময়ে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। তিনি তার এই অবস্থানে অটল থাকার কথাও জোর দিয়ে বলেছেন।

যুক্তরাষ্ট্র সেনেটের বৈদেশিক বিষয়ক কমিটিতে মংগলবার একটি বিল পাশ হয়েছে যেখানে কংগ্রেসে্র উভয় পক্ষই সম্মত হয়েছে যে চুক্তিটি পুনঃবিবেচনা করার জন্য ৩০দিন সময় থাকবে। এবং প্রেসিডেন্ট বারাক ওবামা ইরান যে চুক্তি অনুসারে তাদের পারমানু কর্মকান্ড কমাচ্ছে তা তিনি ৯০দিন পর পর খতিয়ে দেখবেন।

XS
SM
MD
LG