আমেরিকা এবং ইরানের শীর্ষ কর্মকর্তারা পরস্পরের বিরুদ্ধে বাকযুদ্ধে লিপ্ত রয়েছেন তবে আবার বলছেন যে তাঁরা যুদ্ধ চান না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ যুক্তরাষ্ট্রকে তাঁর কথায় বিশ্বের সব চেয়ে কলুষিত সরকার এবং যুদ্ধ, সংঘাত ও লুঠতরাজের উৎস বলে অবিহিত করেছেন। এর কয়েকদিন আগে তিনি নিজেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তুতে পরিণত হন। তিনি বলেন ইরানিদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করে তাদের নির্যাতন করা হচ্ছে কিন্তু ইরানিরা দূর্বল হয়নি, তারা শক্তিশালী রয়েছে । তিনি আরও বলেন যে যুক্তরাষ্ট্র যখন কোন আপোষ আলোচনায় থাকে তখন তারা অন্য দেশগুলোকে বঞ্চিত করে।
ওদিকে ইরানের একজন সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে খামেনির উপর নিষেধাজ্ঞা আরোপ গোটা জাতির বিরুদ্ধে আক্রমণের নামান্তর। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি টেলিভিশনে দেয়া এক ভাষণে হোয়াইট হাউজের কর্মকান্ডকে, তাঁর কথায় নির্লজ্জ এবং বোকামি বলে অভিিহত করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন যুদ্ধ চায় না কিন্তু নিশ্চিত ভাবেই যে কোন আগ্রাসনের জবাব দেবে।
এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেন যে যা কিছু আমেরিকান তার উপর ইরানের আক্রমণের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। তিনি বলেন কোন কোন ক্ষেত্রে এই প্রচন্ড আক্রমণের মানে হচ্ছে তাদের নিশ্চিহ্ন করে দেয়া হবে।আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো কঠোর করেন।