যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফস অফ স্ট্যাফের চেয়ারম্যান জেনারেল জৌসেফ ডানফোর্ড আজ মঙ্গলবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রধান কর্তা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকার বৈঠকে মিলিত হয়েছেন ইবরিলে।ইসলামিক স্টেইট জঙ্গিদের সঙ্গে চলমান লড়াইয়ের মূল্যায়ন করতে তিনি যে ব্যক্তিগত পর্যবেক্ষন সফরে সেখানে গিয়েছেন এ বৈঠক ছিলো তারই অংশবিশেষ।ডানফোর্ড কুর্দিস্তান অঞ্চলের প্রধান কর্তা ব্যক্তি মাসূদ বারযানিকে বলেন- যুক্তরাষ্ট্র ও কুর্দিদের ঐ দুশমন এক-অভিন্ন।ইরাকের উত্তরাঞ্চলের এলাকাগুলো থেকে ইসলামিক স্টেইট জঙ্গিদের খেদিয়ে বের করার ক্ষেত্রে কুর্দী লড়াকুরা কিছুটা হলেও সফল হয়েছে এবং একাজে তারা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর বিমান অভিযানের মদত পেয়েছে , এইযে অভিযান চলছে – এ এখন বৎসরাধিক কাল হয়ে গেলো।
ইরাকের সেনা বাহিনী ও সরকার সমর্থক মিলিশিয়ারাও এ বিমান অভিযানের মদত পেয়েছে। ডানফোর্ডের এ সফরকালে বেজি পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। ঐ বেজিতেই গত সপ্তাহে ইরাকী বাহিনী শহরটির তেল শোধনাগারের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে।পয়লা অক্টোবর ডানফোর্ড বর্তমান পদে বহাল হবার পর ইরাকে তাঁর এটাই প্রথম সফর।তাঁর সফরসঙ্গী সাংবাদিকদের তিনি জানান- ওখানে বিমান অভিযান পরিচালনাকারী গ্রুপের সঙ্গে রাশিয়াকে যোগ দিতে আহ্বান জানানো হয়নি বলে ইরাকী কর্মকর্তারা তাঁকে আশ্বস্ত করেছেন।