যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ও গ্রুপ অফ সেভেন শিল্পোন্নত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জাপানের হিরোশিমায় দুদিনের বৈঠক শুরু করেছেন। যে সব বিষয়ে তারা আলোচনা করবেন তার মধ্যে রয়েছে বিশ্বে নিরাপত্তার হুমকী।
আফগানিস্তান সফরের পর কেরী রবিবার হিরোশিমায় পৌছান। তিনিই যুক্তরাষ্ট্রের প্রথম পররাষ্ট্রমন্ত্রী যিনি হিরোশিমায় গেলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের আনবিক বোমার আঘাতে হিরোশিমা বিধ্বস্ত হয়।
হিরোশিমার একটি সংবাদপত্র Chugoku Shimbun এ দেওয়া এক সাক্ষাৎকারে কেরী বলেন আন্তর্জাতিক শান্তির প্রতি বিশ্বে যে সব হুমকী রয়েছে তার অধিকাংশ মোকাবেলার জন্য প্রয়োজন যৌথ কার্যব্যবস্থার।