অ্যাকসেসিবিলিটি লিংক

অভিবাসন চুক্তি অভিবাসীদের অধিকার রক্ষা করবে-প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল


Mexican President Andres Manuel Lopez Obrador speaks during a rally in Tijuana, Mexico, June 8, 2019.
Mexican President Andres Manuel Lopez Obrador speaks during a rally in Tijuana, Mexico, June 8, 2019.

শনিবার মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেয উত্তর সীমান্ত শহর টিওয়ানায় হাজার হাজার সমর্থকদের উপস্থিতিতে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন অভিবাসন চুক্তি অভিবাসীদের অধিকার রক্ষা করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে।

লোপেয অব্রাডোর আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা যদি ফলপ্রসূ না হত, অনিচ্ছাকৃত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করতে প্রস্তুত ছিলেন তিনি।

তিনি বলেন, আমরা গতকালের গুরুত্বপূর্ণ চুক্তি উদজাপন করছি কেননা তা ছিল অত্যন্ত কঠিন। যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার পরিস্থিতি আমার জন্য ছিল অপ্রতিভ।

চুক্তির আওতায় সীমান্তে জড়ো হওয়া যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের ফের মেক্সিকোতে ফিরিয়ে নেবার যে কার্যক্রম তা অবিলম্বে সম্প্রসারনের জন্য রাজি হয়েছে। ঐ কার্যক্রমে মামলা নিস্পত্তির অপেক্ষায় রয়েছেন আশ্রয়প্রার্থীরা। এই বছরের জানুয়ারি মাস থেকে সীমান্ত শহর টিওয়ানা, মেক্সিকালি এবং চিউডাড হুওয়ারেযে শুরু হয় এই কার্যক্রম যার নাম দেওয়া হয় রিমেইন ইন মেক্সিকো।

XS
SM
MD
LG